৩১শে জানুয়ারি পর্যন্ত আবেদন খোলা – গ্রাম ফুলবেরিয়া, ধগড়িয়া, পাঞ্জন পাহাড়ি, জয়নগর, সিরোমণিপুর Function to inaugurate the Sewing Class সেলাই ক্লাস

এবং ২৩ জানুয়ারী-তে অন্য শিক্ষার ছোট্ট বাচ্ছাদের খেলার প্রতিযোগিতা হয়েছিল See more pictures of their Sports

অন্যশিক্ষার বার্ষিক ক্রীড়া দিবসের অনুষ্ঠানে (23 জানুয়ারী 2023) অনুষ্ঠানে উদ্বোধনী ভাষণ দিচ্ছেন শ্রীমতী কৃষ্ণা সরকার, ট্রাস্টী, ফাউন্ডেশন ফর হেল্থ অ্যাকশন, অধ্যাপক পার্থসারথী রায়, প্রাক্তন অধ্যাপক, কেমিক্যাল ইন্জিয়ারিং বিভাগ, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং শ্রী শোভন রায়, প্রাক্তন প্রধান শিক্ষক, সনৎ রায় চৌধুরী ইনস্টিটিউশান, কলকাতা।

শিশু শ্রেণির বালতিতে বল ছৌঁড়া প্রতিযোগিতা।

টিফিন খাওয়ার বিরতি

পড়ুয়াদের টুপী ও দস্তানা পরিয়ে দিচ্ছেন সমাজকর্মী শ্রী গৌতম কন্ডু এবং শ্রীমতী প্রীতি কন্ডু। পড়ুয়াদের এই সামগ্রীগুলি দান করেছেন শ্রী পরিমল চ্যাটার্জী মহাশয়।

টুপী পরে দস্তনা হাতে ভীষণ খুশী অন্যশিক্ষার পড়ুয়ারা। পড়ুয়াদের জন্য এই সামগ্রীগুলি সহ গ্রামের দুস্থ মহিলাদের জন্য উলেন চাদরও দান করেছেন শ্রী পরিমল চ্যাটার্জী। ওনাকে অন্যশিক্ষার সকলের পক্ষ থেকে অনেক নমস্কার।

অন্যশিক্ষার বার্ষিক ক্রীড়া দিবসের (23 জানুয়ারি 2023) 2023 অনুষ্ঠানে পুরস্কার দিচ্ছেন ডঃ পি কে সরকার, ম্যানেজিং ট্রাস্টী ও শ্রীমতী কৃষ্ণা সরকার, ট্রাস্টী, ফাউন্ডেশন ফর হেল্থ অ্যাকশন, অধ্যাপক পার্থসারথী রায়, প্রাক্তন অধ্যাপক, কেমিক্যাল ইন্জিয়ারিং বিভাগ, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং শ্রী শোভন রায়, প্রাক্তন প্রধান শিক্ষক, সনৎ রায় চৌধুরী ইনস্টিটিউশান, কলকাতা।


অধ্যাপক পার্থসারথী রায়, প্রাক্তন অধ্যাপক, কেমিক্যাল ইন্জিয়ারিং বিভাগ, কলকাতা বিশ্ববিদ্যালয় ।

শ্রী শোভন রায়, প্রাক্তন প্রধান শিক্ষক, সনৎ রায় চৌধুরী ইনস্টিটিউশান, কলকাতা।
